সাইবার অপরাধ কী? মানুষ কিভাবে সাইবার অপরাধে আক্রান্ত হয়?

উত্তর : ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে যেসব অপরাধ সংঘটিত হয়, তাকে সাইবার অপরাধ বলে। তথ্যপ্রযুক্তি ও ইন্টারনেটের কারণে আমরা যেমন নিত্যনতুন সুযোগ-সুবিধা পাচ্ছি, তেমনি অপরাধীরাও ইন্টারনেট ব্যবহার করে সাইবার অপরাধ করার নিত্যনতুন পথ আবিষ্কার করছে।

ইন্টারনেটের সুযোগ-সুবিধা সচেতনভাবে গ্রহণ করতে না পারলে মানুষ প্রতিনিয়ত এ ধরনের সাইবার অপরাধে আক্রান্ত হবে। যেমন-

স্পাম ই-মেইল : স্পাম হচ্ছে যন্ত্র দিয়ে তৈরি করা অপ্রয়োজনীয়, উদ্দেশ্যমূলক, আপত্তিকর ই-মেইল।

প্রতারণা : ভুল পরিচয় ও ভুল তথ্য দিয়ে সাধারণ ব্যবহারকারীর কাছে নানাভাবে যোগাযোগ করা এবং নানাভাবে তাদের প্রতারিত করা।

আপত্তিকর তথ্য প্রকাশ : অসৎ উদ্দেশ্যে, শত্রুতাবশত, রাজনৈতিক উদ্দেশ্যে বা ধর্মীয় সংঘাত ছড়াতে অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা মিথ্যা আপত্তিকর তথ্য প্রকাশ করে।

হুমকি প্রদর্শন : ই-মেইলে বা কোনো সামাজিক যোগাযোগ সাইট ব্যবহার করে কাউকে অযথা জ্বালাতন করা, হুমকি প্রদর্শন করা।

সাইবার যুদ্ধ : একটি দল বা গোষ্ঠী এমনকি একটি দেশ নানা কারণে সংঘবদ্ধ হয়ে অন্য একটি দল, গোষ্ঠী বা দেশের বিরুদ্ধে এক ধরনের সাইবার যুদ্ধ ঘোষণা করতে পারে। ভিন্ন আদর্শ বা রাজনৈতিক দলের বিরুদ্ধে এ ধরনের ঘটনা প্রায়ই হচ্ছে।