কম্পিউটার ভাইরাস কী? এটি কী ধরনের কাজ করে? ভাইরাসকে কয় ভাগে ভাগ করা হয়? সংক্ষেপে লেখো।

jscict.blogspot.com
কম্পিউটার ভাইরাস
উওর: কম্পিউটার ভাইরাস হলো এক ধরনের ক্ষতিকারক সফটওয়্যার। ভাইরাস মূলত এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম কোড বা প্রোগ্রামগুচ্ছ, যা কম্পিউটারের কাজে ব্যাঘাত সৃষ্টি করে। কম্পিউটার ভাইরাস কম্পিউটার সিস্টেমের নানা ধরনের ক্ষতি করে। এর মধ্যে দৃশ্যমান ক্ষতি যেমন- কম্পিউটারের গতি কমে যাওয়া, হ্যাং হয়ে যাওয়া, ঘন ঘন রিবুট (Reboot) হওয়া ইত্যাদি।

কম্পিউটার ভাইরাস নানা ধরনের প্রয়োজনীয় সফটওয়্যারের কাজে বিঘ্ন ঘটায়। বিভিন্ন হার্ডওয়্যারের সফটওয়্যার ইন্টারফেস বিনষ্ট করে। কম্পিউটার সিস্টেম ফাইলের ক্ষতি করতে পারে। কম্পিউটারে রক্ষিত তথ্য চুরি করতে পারে। এমনকি সম্পূর্ণ কম্পিউটারের কার্যক্ষমতা নষ্ট করেও দিতে পারে।

কাজের ধরন অনুসারে ভাইরাসকে দুই ভাগে ভাগ করা হয় :

১. নিবাসী ভাইরাস (Resident Virus) : কোনো কোনো ভাইরাস চালু হওয়ার পর মেমোরিতে স্থায়ী হয়ে বসে থাকে। যখনই অন্য কোনো প্রোগ্রাম চালু হয়, তখনই সেটি সেই প্রোগ্রামকে সংক্রমিত করে। এ ধরনের ভাইরাসকে নিবাসী ভাইরাস বলা হয়।

২. অনিবাসী ভাইরাস (Non-Resident Virus) : কোনো কোনো ভাইরাস সক্রিয় হয়ে ওঠার পর, অন্যান্য কোন প্রোগ্রামকে সংক্রমণ করা যায় সেটি খুঁজে বের করে। তারপর সেগুলোকে সংক্রমণ করে এবং পরিশেষে মূল প্রোগ্রামের কাছে নিয়ন্ত্রণ দিয়ে নিষ্ক্রিয় হয়ে যায়। এগুলোকে বলা হয় অনিবাসী ভাইরাস।