উত্তর : নেটওয়ার্কে যেহেতু সবাই সবার সঙ্গে যুক্ত, তাই কিছু অসাধু মানুষ নেটওয়ার্কের ভেতর দিয়ে যেখানে তার যাওয়ার কথা নয় সেখানে যাওয়ার চেষ্টা করে। তাই প্রতিটি কম্পিউটার নেটওয়ার্কের নিরাপত্তা নিশ্চিত করা উচিত। নেটওয়ার্কের নিরাপত্তা নিশ্চিত করতে প্রথম পদক্ষেপ হিসেবে পাসওয়ার্ড দেওয়া হয়। পাসওয়ার্ডটি এমনভাবে দেওয়া উচিত, যাতে কেউ তা সহজে অনুমান করতে না পারে। অসাধু ব্যক্তিদের হাত থেকে তথ্য রক্ষা করার জন্য পাসওয়ার্ড নিয়মিত পরিবর্তন ও পরিবর্ধন করায় সচেতন থাকতে হবে। কিন্তু পাসওয়ার্ড বের করে ফেলার জন্য বিশেষ কম্পিউটার বা বিশেষ রোবট তৈরি হয়েছে। সে জন্য আজকাল প্রায় সব ক্ষেত্রেই সঠিক পাসওয়ার্ড দেওয়ার পরও একজনকে ঢুকতে দেওয়া হয় না। একটি বিশেষ লেখা পড়ে সেটি টাইপ করে দিতে হয়। একজন সত্যিকার মানুষ যেটি সহজে বুঝতে পারে কিন্তু একটি যন্ত্র বা রোবট সেটি পড়তে পারে না। মানুষ ও যন্ত্রকে আলাদা করার এই পদ্ধতিকে বলা হয় ক্যাপচা (Captcha)।
আমরা প্রতিনিয়ত তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কের ওপর খুব বেশি নির্ভরশীল হয়ে পড়ছি। কোনো কারণে যদি কিছু সময়ের জন্যও নেটওয়ার্ক অচল হয়ে পড়ে, তাহলে পৃথিবীতে এক ধরনের বিপর্যয় দেখা দেবে। বলা যেতে পারে সারা পৃথিবী তখন এক ধরনের নিয়ন্ত্রণহীন অবস্থায় চলে যাবে। তাই নেটওয়ার্কের নিরাপত্তার ব্যাপারে সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে।
আমরা প্রতিনিয়ত তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কের ওপর খুব বেশি নির্ভরশীল হয়ে পড়ছি। কোনো কারণে যদি কিছু সময়ের জন্যও নেটওয়ার্ক অচল হয়ে পড়ে, তাহলে পৃথিবীতে এক ধরনের বিপর্যয় দেখা দেবে। বলা যেতে পারে সারা পৃথিবী তখন এক ধরনের নিয়ন্ত্রণহীন অবস্থায় চলে যাবে। তাই নেটওয়ার্কের নিরাপত্তার ব্যাপারে সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে।